ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে । ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট

Last Updated on 5 months by Shaikh Mainul Islam

১৯৩০ সাল থেকে সর্বশেষ ২০১২২সাল পর্যন্ত প্রতি ৪ বছর পরপর করে মোট ২২ টি ফিফা বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৯ ডিসেম্বর ২০২২ এ শেষ হয়েছে ২২ তম ফিফা বিশ্বকাপ আসর। আজকে আমরা ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে তা দেখবো।

বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবল বিশ্বকাপ চলছে। সবার মধ্যে তার নিজ দলের কাপ নেওয়ার স্বপ্ন কাজ করছে। কিন্তু বিগত ২১২টি ফিফা ওয়ার্ল্ড কাপ আসরে কে কতবার কাপ নিয়েছে এবং কে কতবার রানারসাপ হয়েছে তা জানেন না। যারা বিগত সকল ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে তা দেখতে চান বা প্রিয় দল কতবার কাপ নিয়েছেন জানতে চান তাদের জন্য জকের পোস্টটি।

মোট কতবার ফুটবল বিশ্বকাপ কাপ অনুষ্ঠিত হয় । সর্বোচ্চ কাপ নেওয়া দল

১৯৩০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ২১ বার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সর্বাধিকবার কাপ নেওয়া দলটি হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সর্বোচ্চ ৫ বার ফিফা বিশ্বকাপ জয়লাভ করে। ব্রাজিল এখন পর্যন্ত মোট ৫ বার ফিফা বিশ্বকাপ লাভ করে।

এর পরে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবেই ৪ বার ফিফা বিশ্বকাপ নিয়ে একই সাথে সর্বোচ্চ কাপ জয়ী দল হিসেবে আছে জার্মানি এবং ইতালি।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান । ব্রাজিল আর্জেন্টিনার পরিসংখ্যান

এরপর ৩ বার ফিফা বিশ্বকাপ অর্জন  করে সর্বোচ্চ তৃতীয় কাপ জয়ী দল হিসেবে আছে আর্জেন্টিনা। এরপর ২ বার করে ফিফা কাপ জয়ী দল হিসেবে একইসাথে অবস্থানে আছে ফ্রান্স এবং উরুগুয়ে। এবং একবার করে ফিফা বিশ্বকাপ জয়ী দল হিসেবে যউথভাবে অবস্থান করছে ইংল্যান্ড এবং স্পেন।

আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে (আপডেট সহ)

২২ তম ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। ২২ তম ফিফা ওয়ার্ল্ড কাপের সকল আপডেট খবর জেনে নিন।

কে কতবার কাপ নিয়েছে। ফিফা কাপ বিজয়ী সংখ্যা

বাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, ইংল্যান্ড এবং স্পেন এখন পর্যন্ত ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার গউরব অর্জন করে। চলুন, দেখে নেওয়া যাক কোন দল কতবার এবং কোন কোন সালে ফিফা বিশ্বকাপ অর্জন করে।

কাপ জয়ী দলকাপ জয়ীসাল
ব্রাজিল৫ বার১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২
জার্মানি৪ বার১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪
ইতালি৪ বার১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬
আর্জেন্টিনা৩ বার১৯৭৮, ১৯৮৬, ২০২২
ফ্রান্স২ বার১৯৯৮, ২০১৮
উরুগুয়ে১ বার১৯৩০, ১৯৫০
ইংল্যান্ড১ বার১৯৬৬
স্পেন১ বার২০১০
ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে

ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত FAQS

২০২২ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিল তাদের হেক্সা মিশন বলে কেন?

এর আগে ব্রাজিল পাঁচ বার ফিফা বিশ্বকাপ জয়লাভ করে। এবার তারা ষষ্ঠ বারের মতো কাপ জয়ের আশায় বিশ্বকাপের মঞ্চে এসেছে। সেই হিসাবে ফিফা বিশ্বকাপের ২০২২ এর আসর ব্রাজিলের জন্য হেক্সা মিশন বলা হয়।

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা দেখতে চাই, করণীয় কি? ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট কি ?

এই পোস্টেই ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা পেয়ে যাবেন। এছাড়াও ফিফা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর এই সম্পূর্ণ বিষয়ে জানতে পোস্টটি ভালোভাবে পড়ুন।

আর পড়ুনঃ কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট সহ)

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে এ বিষয়ে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা জেনেছি ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট অর্থাৎ কোন দল কতবার ফিফা বিশ্বকাপ জয় লাভ করেছে। এছাড়াও জেনেছি মোট কতবার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। জেনেছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর আপডেট সমূহ।

আরও পড়ুনঃ বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচী ২০২২

আশা করছি এই বিষয়ে আর কিছু জানার বাকি নাই। এরপরে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।

এছাড়া ফিফা বিশ্বকাপ ২০২২ এ কোন দল জিতবে বলে আপনার মনে হচ্ছে এবং আপনার প্রিয় দলের নাম কমেন্টে জানাতে পারেন।

আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী 

আমাদের সকল আর্টিকেল পড়তে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।

9 thoughts on “ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে । ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.